
রক্তদাতা নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করুন।
নিউজ


রক্তদাতা নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করুন।
আমরা এমন এক সমাজে বাস করি যেখানে চিকিৎসা পণ্যে পরিণত, মানবতা বিক্রি হয় কর্পোরেট বিজ্ঞাপনে। এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের শক্তি -সংহতি, সচেতনতা আর সংগঠন।
মৈত্রী ভলান্টিয়ার্স রক্তদান নেটওয়ার্ক সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে উঠছে একটি বিকল্প প্ল্যাটফর্ম, যেখানে আমরা নিজেদের, শ্রম ও সদিচ্ছা দিয়ে গড়ে তুলছি জনতার শক্তি। আমাদের লক্ষ্য, যেকোনো বিপদের সময় দ্রুত রক্তের ব্যবস্থা করা-সম্পূর্ণ বিনামূল্যে, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে।
✅ আপনি যদি সুস্থ ও ১৮ বছরের বেশি হন
✅ যদি মানুষের পাশে দাঁড়াতে চান
✅ যদি নিজের সামান্য ভালোবাসায় অন্যের মুখে হাসি ফোটাতে চান
জনতার রক্তদাতা নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন করুন এখান থেকে:https://blood.moitryvolunteers.org/donor-register/