সম্মান ও সংযোগ আয়োজন

নিউজ

মামুনূর রশীদ

6/9/2025

মৈত্রী ভলান্টিয়ার্সের উদ্যোগে "সম্মান ও সংযোগ আয়োজন" ৯জুন ২০২৫ সোমবার বিকেলে চারুপীঠ যশোরে অনুষ্ঠিত হয়েছে।

সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে গড়ে তোলা এই সংগঠনের কর্মী, সুহৃদ, শুভানুধ্যায়ীদের একটি অংশ মিলিত হয় আজ।আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দুইটি - সংগঠনের ওয়েবসাইট www.moitryvolunteers.org আর রক্তদান নেটওয়ার্কের উদ্বোধন। একসময়ের তুখোড় ছাত্রনেতা প্রফেসর ইসরারুল হক ওয়েবসাইটের উদ্বোধন করেন।

বক্তব্য রাখেন মৈত্রীর সাবেক নেতা প্রফেসর মফিজুর রহমান রুন্নু, জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু নাসের অনিক, অধ্যক্ষ শাহিন ইকবাল, হাবিবুর রহমান চুন্নু, এড রেজা, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আসাদুজ্জামান,আবু নাসের অনিক,মাসুদুর রহমান কল্লোল, মুস্তাফিজুর রহমান কবির, সাইদা বানু শিল্পী,তৌহিদ জামান, খায়রুজ্জামান, হাকিম হক, আমেনা খাতুন, রতন দাস, কামাল হাসান পলাশ, চন্দন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা ও আড্ডায় সংগঠনের মানুষগুলো এই কার্যক্রমকে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে আগের মতো এগিয়ে যেতে কর্মী, সমর্থক, দরদী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা মৈত্রী ভলান্টিয়ার্সকে এগিয়ে নিয়ে যাবে- এটাই আকাঙ্ক্ষা।